জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার বিকাল চারটা থেকে শ্যামনগর উপজেলা খানপুর সুন্দরবন ব্রিকস আয়োজিত আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় এক দিকে জোর প্রতিদ্বন্দ্বিতা করে রতনপুর ইউনাইটেড ক্লাব এবং অন্যদিকে জোর প্রতিযোগিতা করে কদমতলা পিডিকে মিতালী সংঘ। দুই দলে জোড় প্রতিদ্বন্দিত তার মাঝে ৯০ মিনিট খেলাটি গোলশূন্য ড্র হয়। পরে পাঁচ পাঁচ টাইব্রেকারে পাঁচ/ চার গোলে জয়লাভ করেন রতনপুর ইউনাইটেড ক্লাব। রতনপুর ইউনাইটেড ক্লাবের পক্ষে টাইব্রেকারের গোলরক্ষক ছিলেন রবিউল ইসলাম বিদ্যুৎ এবং কদমতলা পিডিকে মিতালী সংঘের পক্ষে গোলরক্ষক ছিলেন জাহাঙ্গীর আলম ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভুরুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান জনাব জাফরুল্লাহ সাহেব। উক্ত খেলাটি পরিচালনা করেন তৈবুর রহমান বাবলু। মোজাফফর হোসেন সোহাগ এবং জাহাঙ্গীর কবির ।
Leave a Reply