নিজস্ব প্রতিনিধি একাধিক মামলার আসামীর হামলায় মারাত্মক আহত মামলার বাদী সহ সাক্ষী আছিয়া। মামলা সূত্রে জানাযায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র সাতক্ষীরা সদরের কাঠিয়া এলাকার শাহানারা বেগম স্বামী আব্দুর রহিম এর সঙ্গে,মাগুরা গ্রামের গাউস আলীর মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। তারই হিংসার বসবতি হয়ে ১৯/৩/২৩ সাল ইং গাউস আলী, মাসুদ, তুহিন হোসেন, শাহানাজ বেগম, নাসিমা বেগমসহ অজ্ঞাত ৪-৫ জন সন্ত্রাসী শাহানারার উপর অতির্কিত হামলা করে মারাত্মক আহত করে। নগত ৫০ হাজার টাকা ও ৯০ হাজার টাকার সোনার গহনা ছিনিয়ে হত্যার করার জন্য লোহার রড দিয়ে এলোপাথাড়ি ভাবে মেরে শাহানারাকে আহত করে। এবিষয়ে শাহানারা বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা করে যার নং জি আর ১৬৮। উক্ত মামলায় আছিয়াকে সাক্ষী হওয়ায় উক্ত আসামীসহ ক্ষীপ্ত হয়ে আছিয়ার উপর বুধবার শাহানাজ বেগমের হুকুমে মারধর করে। বতর্মানে আছিয়া সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং তার অবস্থা খুবই আশংকা জকনক। উল্লেখ্য উল্লেখিত ব্যাক্তিদের বিরুদ্ধে শাহানারা বেগম বাদি হয়ে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে মামলা করেন যার নং ১৪৫/২৩। পরবর্তীতে আসামী কতৃক হুমকি ও ভয়ভীতি দেওয়াই শাহানারা বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডাইরি করেন যার নং ১৫৮৩/ ২২।
Leave a Reply