বিশেষ প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কুরুচীপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে সাতক্ষীরায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১১ টার দিকে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি ও সাতক্ষীরা জর্জ কোর্টের এপিপি সাইদুজ্জামান জিকো বাদি হয়ে সাতক্ষীরা আমলী আদালত ১ এ দেশ বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে মামলাটি দায়ের করেন। সাতক্ষীরা চীফ জুুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবির দীর্ঘ শুনানী শেষে অভিযোগটি এফআইআর হিসেবে রুজু করার জন্য সাতক্ষীরা থানাকে নির্দেশ দিয়েছেন। মামলায় সাতক্ষীরা জর্জ কোর্টের পিপি আব্দুল লতিফসহ ১১জনকে স্বাক্ষী করা হয়েছে।
বাদীর অভিযোগ, গত ১৯ মে বিকালে রাজশাহী জেলা ও রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে স্থানীয় শিবপুর বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় বিএনপির সদস্য সেলিমা রহমানের উপস্থিতিতে জনসভায় রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ প্রথম থেকেই দেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে বক্তব্য শুরু করেন। তিনি প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আ’লীগের সভাপতি ‘শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে এবং শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার তাই করা হবে ইনশাআল্লাহ’ ‘আর ২৭ দফা ১০ দফা না, ১ দফা এই জনসভায় ঘোষণা করছি।’ বলে প্রকাশ্যে উসকানিমূলক ও মানহানিকর এবং দেশ বিরোধী বক্তব্য দেন। শেখ হাসিনাকে মেরে ফেলে আ’লীগকে নিঃচিহ্ন করে দেশ বিরোধী ষড়যন্তের অংশ হিসেবে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যার হুমকী দিয়ে কবর রচনা করতে চাইছেন বিএনপি নেতা আবু সাইদ চাঁদ।
মামলা শেষে সাংবাদিকদের সাথে সাতক্ষীরা জর্জ কোর্টের এপিপি সাইদুজ্জামান জিকোর ব্রিফকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জর্জ কোর্টের এড. আজহার হোসেন, ওসমান গনি, ওকালত হোসেন, অনিত মুখার্জী, হাবিব ফেরদৌস শিমুল ও মোজাম্মেল হক।
Leave a Reply