ডালিম রেজা, ভ্রাম্যমান প্রতিনিধি কেশবপু: কেশবপুরে একটি মৎস্য ঘের থেকে মাছ চুরির ফোনালাপ ফাঁস হওয়ায় ঐ ঘের মালিক ও তার আপন ভাইকে খুন জখমের হুমকী দিয়ে চলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ঐ ঘের মালিকের ভাই শামীম হোসেন বাদী হয়ে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছে। অভিযোগ সূত্রে জানা গেছে,উপজেলার গৌরিঘোনা ইউনিয়নের আগরহাটি গ্রামের মোলাদি বাঁশতলা নামক স্থানে ঐ গ্রামের আব্দুল হামিদ ফকিরের ছেলে মোঃ রাজ্জাকের ছোট ছোট ৩ টি মাছের ঘের রয়েছে। একই গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে রফিকুল ও ওবাইদুল্লাহ সরদারের ছেলে আবু জোয়ারদার প্রায় ৩/৪ বছর ধরে উক্ত মাছের ঘেরে বিষ প্রয়োগের মাধ্যমে মাছ চুরি করে আসছে। রফিকুল ও আবু জোয়ারদার এলাকায় পেশাদার মাছ চোর হিসেবে পরিচিত। সর্বশেষ গত ইং ১৯-০৪-২৩ তারিখে উল্লেখিত চোরেরা ঐ মৎস্য ঘের থেকে আবারো বিষ প্রয়োগ করে মাছ ধরবে বলে উভয়ের মধ্যে ফোনালাপ করতে থাকে। স্থানীয়বাসীর সহযোগীতায় ঐ ঘের মালিক চোরদের কাছ থেকে তাদের ফোনালাপকৃত মোবাইলটি উদ্ধার করে তাদের জিম্মাায় রেখে পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। এই ঘটনার পর থেকে উক্ত চোরেরা আতœগোপনে থেকে বিভিন্ন ভাবে উক্ত মৎস্য ঘের থেকে মাছ চুরি করাসহ ঘের মালিক রাজ্জাক ও তার ভাই শামীম হোসেনকে খুন জখমের হুমকী দিয়ে চলেছে।এই ঘটনায় ঘের মালিক রাজ্জাকের ভাই শামীম হোসেন বাদী হয়ে গত রবিবার উল্লেখিত দুই চোরের নামে কেশবপুর থানায় একটি লিখত অভিযোগ করেছে। অভিযুক্ত আবু জোয়ারদার সাংবাদিকদের কাছে মাছ চুরির ফোনালাপের কথা শিকার করে বলেন,আমার ভুল হয়েছে,আর কখনো এই ধরনের কাজ করব না। এব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান বলেন,মাছ চুরির ফোনালাপের বিষয়ে থানায় অভিযোগ পেয়েছি ও ফোনালাপকৃত মোবাইলটি জব্দ করা হয়েছে।
Leave a Reply