ফরিদুল কবীর, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি: কালিগঞ্জের মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফেরদাউস মোড়লের বড় ভাই আলহাজ্ব সুরত আলী মোড়ল আর নেই। মঙ্গলবার (৯ মে) ভোর ৫টার দিকে নিজস্ব বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ৫ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। ইউপি চেয়ারম্যান মোঃ ফেরদাউস মোড়ল জানান, তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সার সহ জটিল রোগে আক্রান্ত হয়ে ঢাকা, ব্যাঙ্গালোর সহ বিভিন্ন স্হানে চিকিৎসা নিচ্ছিলেন। আজ ভোরে চিকিৎসাধীন অবস্হায় তিনি ইন্তেকাল করেন। পরে বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুম আলহাজ্ব সুরত আলী মোড়লের দাফন সম্পন্ন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান, জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মু্ক্িতযোদ্ধা মোঃ আব্দুল হাকিম সহ বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ।
Leave a Reply