জি এম রাজু আহমেদ: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের বার্ষিক ৬১ তম বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা চলছে। এ যেন এক ভালোবাসার মিলন মেলা। শুধু হাজার হাজার পুরুষ নয় হাজার হাজার মা বোনরাও একতাবদ্ধ হয়ে উপস্থিত হয়েছে রতনপুর ঐতিহ্যবাহী মাঠে। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন পালক সেনাদের শরীরচর্চা ও ছাত্রীদের আকর্ষণীয় ডিসপ্লে প্রদর্শন ও সর্বশেষ থাকবে সংস্কৃতির সন্ধ্যা বিদ্যালয় নির্দিষ্ট ছাত্রছাত্রীদের নিয়ে। শুধু রতনপুর নয় ৫-১০ গ্রাম থেকে হাজার হাজার মা বোনেরা আছে এই অনুষ্ঠান দেখতে। সত্যই মন জোড়ানোর ডিসপ্ল এবং মাঠের সৌন্দর্যপূর্ণ পরিবেশ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এম আলীম আল রাজী (টোকন) সভাপতি রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ ও চেয়ারম্যান ১১ নম্বর রতনপুর ইউপি। গুরুত্বপূর্ণ আসন যারা অলংকিত করেছেন.
প্রধান অতিথি জনাব এস এম জগলুল হায়দার মাননীয় সংসদ সদস্য সাতক্ষীরা -৪। বিশেষ অতিথি – জনাব সাইদ মেহেদী মাননীয় উপজেলা চেয়ারম্যান ও সিনিয়ারের সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ। জনাব রহিমা সুলতানা বুশরা উপজেলা নির্বাহী অফিসার কালিগঞ্জ। জনাব মোঃ আমিনুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল। জনাব মোঃ মামুনুর রহমান অফিসার ইনচার্জ কালিগঞ্জ থানা। জনাব শেখ নাজমুল ইসলাম উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি। জনাব আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক। এডভোকেট শিমুল হোসেন এপিপি ও আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কালিগঞ্জ। ডক্টর আব্দুল কাদের সমাজসেবক ও বিশিষ্ট তানবীর। জনাব জিএম মতিউর রহমান লেঃ কমান্ডার (অবঃ) বাংলাদেশ নৌবাহিনী। জনাব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম চেয়ারম্যান মতিরাজপুর ইউপি।বিশেষ অতিথি জনাব জি এম আব্দুল হালিম পুলিশ অফিসার নিউইয়র্ক পুলিশ। সকল তত্ত্ববাধনে আছেন আএ স্কুলের সভাপতি আলীম আল রাজী (টোকন) প্রধান শিক্ষক শেখ শফিকুল ইসলাম। সহকারী প্রধান শিক্ষক দেবাশীষ ঘোষ। আরো সহযোগিতায় আছেন প্রাক্তন স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রী সহ সকল প্রাইমারি প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
Leave a Reply