নিজস্ব প্রতিনিধি: নাশকতা ও চাঁদাবাজি মামলায় গ্রেফতার হওয়া ভূমিদস্যু ও একাধিক মামলার আসামী রঘুনাথ খাঁসহ আটককৃতদের শাস্তি এবং পলাতক আসামিদের আটকের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে দেবহাটা উপজেলার খলিশাখালী এলাকার ১৩২০ বিঘা জমির মালিকগন এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন ডাঃ নজরুল ইসলাম, কাজী সুরুজ অরেশ, মোঃ আব্দুল আজিজ, কাজী গোলাম অরেশ, আনছার আলী, মোঃ সেলিম, হাজী আব্দুল মজিদ, আব্দুল গফ্ফারসহ খলিশাখালী ১৩২০ বিঘা জমির শতাধিক মালিকগন।
মানববন্ধনে বক্তারা বলেন, নামধারী সাংবাদিক ভূমিদস্যু এবং একাধিক অপকর্মের হোতা ও মামলাবাজ ঐ রঘুনাথ খার নেতৃত্বে দেবহাটা উপজেলার খলিশাখালী এলাকার প্রায় ১৩২০ বিঘা ব্যক্তি মালিকানাধীন রেকর্ডীয় জমি ভূমিহীনদের নামে একদল দুর্বত্ত ২০২১ সালের ১০ সেপ্টেম্বর দখল করে নেয়। গত ২০২২ সালের ১৫ নভেম্বর ঐ জমি পুনরায় ফিরে দখলে নেয় আমরা। রবিবার দিবাগত রাতে নেতৃত্বে ভূমিহীন নামধারীরা আমাদের রেকর্ডীয় ঐ সম্পত্তি আবারও জবরদখলের চেষ্টা করে। তারা আমাদের জমির মালিকদের কাছে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে চাঁদা চেয়ে আসছিলো।
এর আগে আমাদের ব্যক্তি মালিকানাধীন ১৩২০ বিঘা জমিতে মৎস্য ঘের, গরু, ছাগল, ঘেরে বাসাবাড়ি দখল করে ব্যাপক লুটপাট চালায় ভূমিদস্যু ও তার সহযোগীরা। যার কারণে আমাদের ১০ কোটি টাকার সম্পদ লুট করে নেই তারা। আমরা চিহ্নিত চাঁদাবাজ ভূমিদস্যু রঘুনাথ খাঁসহ ভূমিহীন নামধারী সন্ত্রাসীদে শাস্তির দাবি করছি। সাথে সাথে যারা এখনো পালিয়ে আছে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আহবান করছি।
Leave a Reply