স্টাফ রিপোর্টার: দেবহাটার ভাতশালায় এবাদুল সরদার নামের এক প্রভাবশালীর বিরুদ্ধে কার্পের্টিং রাস্তার পাশের সরকারি জমির গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত এবাদুল সরদার ভাতশালা গ্রামের আব্দুল হামিদ সরদারের ছেলে।
এলাকাবাসী জানায়, ভাতশালা বাজারের উত্তরে কার্পের্টিং রাস্তার পাশে সরকারি জমিতে সারিবদ্ধ সাতটি খেজুর গাছ ছিল। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে ওই খেজুর গাছের রস, ডালপাতা স্থানীয়রা ভোগ করতেন। গাছ থেকে কিছুটা দূরেই ছিল অভিযুক্ত এবাদুল সরদারের চাষের জমি। মঙ্গলবার সকালে স্থানীয়দের বাঁধা উপেক্ষা করে জনবল নিয়ে গাছগুলো কেটে নেন এবাদুল। পরে তারা বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে সদর ইউনিয়ন ভূমি সহকারী অফিসার আব্দুল মকিত ঘটনাস্থল পরিদর্শন এবং কেটে রাখা সাতটির মধ্যে তিনটি গাছের উপরের অংশ বিশেষ জব্দ করেন। এসময় গাঁ ঢাকা দেয় অভিযুক্ত এবাদুল সরদার।
Leave a Reply