বিশেষ প্রতিনিধি :দেবহাটা উপজেলার কুলিয়ার বহেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও সমাপনী শিক্ষাথীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২১ডিসেম্বর) ১০টার সময় বহেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যনন্দ ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী ইন্সট্রাক্টর মো: শাহেদুজ্জামান শাহেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সামছুজ্জামান (ময়না)। বক্তব্য রাখেন, শিক্ষক তপন কুমার বাইন, দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আ: রব লিটু ও রাসেল আহমেদ। জানা যায়, বহেরা সরকারী প্রাথমিক বিদ্যালয় ২০২২সালে জেলার শ্রেষ্ঠ স্কুল হিসাবে নির্বাচিত হয়। এই স্কুলের প্রধান শিক্ষক নিত্যনন্দ ঘোষের দিক নির্দেশনায় প্রতি বছর ছাত্রছাত্রীরা ভালো ফলাফল অর্জন করে। এসময় মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, ম্যানেজিং কমিটির সদস্য সুবর্ণা চক্রবর্তী, মুজিবুদৌলা শামীম, স্বপন কুমার বাইন, সহকারী শিক্ষক মফিজুল ইসলাম, বিপ্লব কুমার ঘোষসহ সকল শিক্ষক-শিক্ষীকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। ফলাফল শেষে ছাত্রছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক প্রশান্ত কুমার মন্ডল।
Leave a Reply