খাইরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যায় লটারীর মাধ্যমে ভিউব্লিউবি কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় কুল্যা ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপি চেয়ারম্যান ওমর সাকী ফেরদৌস পলাশের সভাপতিত্বে মোবাইল ফোনে ভাচ্যুয়ালে এ কর্মসূচির উদ্বোধন করেন সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী, সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ডাঃ ফ ম রুহুল হক এমপি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের “ভালনারেবল উইমেন বেনিফিট প্রোগ্রামের” (ভিউব্লিউবি) এর বিনা মূল্যের খাদ্য শস্য তালিকায় অনলাইনে আবেদন করেন ইউনিয়নের শত শত মানুষ। এসময় উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর, ইউপি সদস্য নজরুল ইসলাম, উত্তম কুমার দাস, আব্দুর রশিদ, বশির আহম্মেদ টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় ইউপি চেয়ারম্যান ওমর সাকী ফেরদৌস পলাশের বরাদ্ধকৃত অংশ থেকে আবেদনকৃত কার্ডধারীদের মধ্যে লটারীর মাধ্যমে ভিউব্লিউবি’র কার্ড বন্টন করেন তিনি। তবে কোন ইউপি সদস্যের বরাদ্ধকৃত কার্ড লটারীর মাধ্যমে বন্টন করতে দেখা যায়নি। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে জনপ্রতিনিধিদের নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হতে দেখা গেছে।
Leave a Reply