আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিমের সাথে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উপজেলার নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা ও মতবিনিময়ে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ৬ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা চেয়ারম্যানের বাসভবনে এ ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আশাশুনি গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি গ্রাম ডাঃ রফিক আহমেদের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সহ-সভাপতি বিনয় কৃষ্ণ মিত্র, বিনয় সরকার, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক বিদ্যুৎ চক্রবর্তী, খলীফাতুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাজিদ, কোষাধ্যক্ষ আবুল কালাম, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন টুকু, প্রচার সম্পাদক আলাউদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা হাবিবুর রহমান ও তরুণ মন্ডল, নির্বাহী সদস্য আব্দুর রশিদ, আব্দুস সবুর, আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেন, সাংবাদিক এস এম সাহেব আলী প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় কালে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম বলেন, কোন মানুষ অসুস্থ হলে সর্বপ্রথম ছুটে যায় গ্রাম ডাক্তাদের কাছে । অধিকাংশ মানুষ গ্রাম ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা সেবা গ্রহণ করে থাকেন। তাদের পরামর্শক্রমে ভালো কোন ডাক্তারের কাছে যায়। চিকিৎসা সেবায় গ্রাম ডাক্তারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাতের আঁধারে কোন মানুষ অসুস্থ হয়ে পড়লে সর্বপ্রথম গ্রাম ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসা সেবা একটি মহান পেশা আপনারা গ্রাম ডাক্তাররা এই পেশার মর্যাদা রাখবেন। এ সময় গ্রাম ডাক্তারদের যে কোন সমস্যায় তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন তিনি ।
Leave a Reply