আশাশুনি ব্যুরোঃ আশাশুনি উপজেলার বুধহাটায় জনতার মুখোমুখি হলেন বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু। মঙ্গলবার বিকালে বুধহাটা ইউনিয়নের ০৮ ওয়ার্ডের পদ্ম বেউলা সাইক্লোন শেল্টার চত্বরে এ “জনতার মুখোমুখি” অনুষ্ঠানের আয়োজন করা হয়। ০৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলতাফ হোসেন সানার সভাপতিত্বে এসময় ওয়ার্ডবাসীর বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমাধানের প্রতিশ্রæতি দেন ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু। এসময় স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তাদের বিভিন্ন সমস্যার কথা বলার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপস্থিত ওয়ার্ডবাসী। অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও ওয়ার্ডের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু বলেন, ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড দিয়ে শুরু হলেও পর্যায়ক্রমে প্রত্যেক ওয়ার্ডে এ ধরনের আয়োজনের ব্যবস্থা করা হবে।
Leave a Reply