তুহিন হোসেন:
সাতক্ষীরার কালিগঞ্জে ওয়াপদার বেড়িবাঁধ সংস্কারে সঠিক নিয়মে হচ্ছে ভেড়ি বাদ, কোথায় কোন অনিয়মের লেশ বিন্দুমাত্র পাওয়া যায়নি। তারপরেও সরকারের এই উন্নয়ন কে বাঁধা গ্রস্থ করতে বেড়িবাঁধ সংস্কারে বিভিন্ন অনিয়ম দুর্নীতি হচ্ছে বলে মিথ্যা কথা রটিয়ে বেড়াচ্ছে এলাকার কিছু জমাত বিএনপির চিহ্নিত কর্মীরা। এই সরকার বিরোধীদের জন্য দীর্ঘ বছর ধরে অবহেলিত ছিল এই ওয়াপদার বেড়িবাঁধ টি। আজ যখনি দীর্ঘ দিনের অবহেলিত বেড়িবাঁধ টি সংস্কার হচ্ছে এটা যেন কিছুতেই মানতে পারছে না সরকারের বিরোধীকারী জমাত বিএনপিরা। এমন সব কথা বলছিলেন এলাকার কয়েকশ মানুষ। বেড়িবাঁধের কারণে এ সমস্ত মানুষের মধ্যে একটা আনন্দ বিরাজ করছে। এই আনন্দের কারণ হিসেবে তারা জানান, দীর্ঘ ত্রিশ বছর পর এই জরাজীর্ণ বেড়িবাঁধ টি সংস্কার হচ্ছে বলে তারা এতেই খুশিতে আতœহারা, এলাকায় আনন্দের জোয়ার বয়ছে ।
সরেজমিন জানাযায়, কালিগঞ্জ উপজেলার ১১নং রতনপুর ইউনিয়নের বাগমারী, সাতহালীয়া ও শিবপুরে ৪.৭৫ কিঃ মিঃ ওয়াপদার বেড়িবাঁধ সংস্কারের কাজ চলমান আছে। ইতিমধ্যে বাগমারী আব্দুল ওয়াহেদের বাড়ি সংলগ্ন থেকে শফি’র বাড়ির পথের মুখ পর্যন্ত সংস্কার কাজ শেষ করেছেন। পৃথক দুটি ভেকু দিয়ে সঠিক জায়গায় থেকে মাটি কেটে ওয়াপদার নতুন বেড়িবাঁধ দেওয়া হচ্ছে। স্থানীযরা মনে করেন এখন যেভাবে ভেড়িবাধ দেওয়া হচ্ছে এভাবে কাজ টা শেষ করলে ভেড়ীর স্থায়ীত্ব দীর্ঘ বছর হবে।
১১নং রতনপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর খান ও ৮ নং ওয়ার্ডে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার মন্ডল বলেন এই ওয়াপদার বেড়িবাঁধ সংস্কার দীর্ঘ ৩০ বছর পর হচ্ছে। পূর্বের জমাত বিএনপির মেম্বার কখন এই অসহায় মানুষের কথা ভাবিনী। বিগত বছরগুলোতে ৮নং ওয়ার্ডে কোন উন্নয়নমুলক কাজ হয়নি। বেড়িবাঁধের কারণে এ সমস্ত মানুষের মধ্যে একটা আনন্দ বিরাজ করছে, এতোই খুশি তারা পায়নি ।
সংশ্লিষ্ট ঠিকাদারের স্থানীয় পরিচালক মোহাম্মাদ নাসিমের সাথে কথা হলে তিনি বলেন, ভেড়ীবাধের কাজ সিডিউলে যেভাবে আছে ঠিক সেই ভাবেই করা হবে। এর কোন ব্যাতিক্রম হবে না। আমরা তো এখন মাটি টা কেটে রাস্তায় ফেলছি। ভেকু যদি ঔ গর্তে নামানো হয় আমরা ভেকু উঠাতে পারবো না। আমাদের কাজ তো এখন শেষ হয় নাই। উচু নিচু জায়গা গুলো কদার দিয়ে সমান করে দেবো।
ওয়াপদার বেড়িবাঁধ সংস্কারের বিষয়ে কালিগঞ্জ উপজেলা ১১নং রতনপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ দিদার হোসেন সাথে কথা হলে তিনি এ প্রতিনিধিকে জানান, আমার এলাকায় অনেক বছর পর এই ওয়াপদার বেড়িবাঁধ সংস্কার হচ্ছে, এই উন্নয়নমুলক কাজে কোনো অনিয়ম ও দুর্ণীতি আমি মেনে নেবো না। আমিসহ আমার ৮নং ওয়ার্ডেবাসী সবাই মিলে এই ওয়াপদার বেড়িবাঁধ সংস্কার কাজ যাহাতে ভালো হয় তাই আমরা সবাই দেখে নেবো। যাতে কোন ত্রুটি না থাকে সেটাও দেখে নিচ্ছি।
Leave a Reply