কলারোয়া প্রতিনিধি: বিপুল উৎসাহ উদ্দিপনা ও ভাবগাম্ভীর্যের সাথে কলারোয়ায় জাতীয় শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ-উপলক্ষ্যে বুধবার (১২ অক্টো) বেলা ১১টার দিকে কলারোয়া সরকারি কলেজ সংলগ্ন শ্রমিক লীগের নিজস্ব কার্যালয় বাদ্যযন্ত্র বাজিয়ে জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুর রহিমের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কলারোয়া পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে আবার তা শ্রমিক লীগের নিজস্ব কার্যালয়ে এসে শেষ হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রার সাথে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপস্থিত ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সহ সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ), কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামিমুজ্জামান টিপু, সাধারন সম্পাদক মেহেদী হাসান ফাহিম, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারন সম্পাদক এড. কামাল রেজা, কাউন্সিলর রফিকুল ইসলাম, সাবেক ছাত্রলীগের সভাপতি আবু সাইদ, উপজেলা বাস ট্রাক মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলামসহ সকল শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। শোভাযাত্রা শেষে শ্রমিক লীগের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কেক কাটা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আকবর আলী।
Leave a Reply