জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জামাতে ইসলামিক পক্ষ হতে সাতক্ষীরা ৪ , শ্যামনগর কালিগঞ্জ আংশিক, কালিগঞ্জ উপজেলা অন্তর্গত ১১ নং রতনপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী রতনপুর বাজারে জামাতে ইসলামী সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগত নিয়ে গণসংযোগ করেন সাবেক সংসদ সদস্য সাতক্ষীরা ৪ শ্যামনগর কালিগঞ্জ আংশিক জামায়াতে সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ।
এ সময় উপস্থিত ছিলেন রতনপুর ইউনিয়ন নবাগত জামায়াতে আমির , কারী আফতাফুজ্জামান । রতনপুর ইউনিয়ন জামাতের প্রাক্তন আমির মাওলানা আজিজুর রহমান ।
সাবেক মেম্বার হাজী মতিউর রহমান , রতনপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আঃ রাজ্জাক , , জামাতে ওয়ার্ড সভাপতি আবুল বাশার , ইউ পি সদস্য শেখ সইবুল্লাহ , রতনপুর ইউনিয়ন জামাতে ইসলামী যুব বিভাগের সহ-সভাপতি ও ইমাম আবু হাসান মিসবাহ্ , বিশিষ্ট ব্যবসায়ী মফিজুর রহমান , মোঃ আবু তাহের , মোঃ মিজানুর রহমান , জামাতে ইসলামী যুব বিভাগের ওয়ার্ড সভাপতি মোঃমশিউর রহমান , মাওঃ আব্দুস সবুর সহ আরো অনেকেই।
এ সময় জামাত ইসলামের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম রতনপুর বাজারের সকল সর্বস্তরের জনগণের সাথে কুশল বিনিময় করেন । তিনি বলেন আমি যদি আবার ক্ষমতায় আসতে পারি ইনশাল্লাহ , রতনপুর বাজারের ও সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে সুষ্ঠুভাবে সকল কাজ সম্পন্ন করবো । এবং সুখে দুঃখে সকলের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ । জনগণের জানমাল নিরাপত্তায় রাজপথে অবস্থানে রয়েছে এবং থাকবে বাংলাদেশ জামাতে ইসলামী র নেতাকর্মীদের।
Leave a Reply