শিবপুর প্রতিনিধি: বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের একমাত্র ব্যবস্থাপনা সরকারি কালভার্ট, কিন্তু মাছের ঘের ব্যক্তিগত স্থাপনা নির্মাণে একে একে অধিকাংশ কালভার্ট বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রভাবশালীরা, ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা সদর উপজেলা ০৫নং শিবপুর ইউনিয়ন পরিষদের অধিকাংশ গ্রামে, সরজমিনে ঘুরে দেখা যায় শিয়ালডাঙ্গা, তেতুলতলা, বারোপোতা, ডুমুরতলা, সোনারডাঙ্গা, বাঁশতলা, ঝিটকী সহ বিভিন্ন গ্রামে, চাষিরা বর্ষা মৌসুম ধান ফসল সবজি সহ বসত বাড়িতে জলবদ্ধতার আশঙ্কায় ভুগছেন, এ বিষয়ে মুঠোফোনে ৫ নং শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবুল কালাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ইতিমধ্যে পরিষদের পক্ষ থেকে মাইকিং করে ইউনিয়ন বাসীকে অবহিত করা হয়েছে, পাশাপাশি যাতে করে চলবদ্ধতার কারণে কৃষকের ফসল যাতে ক্ষতি না হয় সেদিকে কৃষকদের সজাগ থাকার আহ্বান জানান ,নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক বলেন,যদি পানি নিষ্কাশনের এই সরকারি কালভার্ট ইতিমধ্যে খুলে না দেয়া হয় তাহলে আগামী বর্ষার মৌসুমে হাজার হাজার বিঘা জমির ফসল বৃষ্টির পানিতে তলিয়ে যাবে,তাতে করে কৃষকদের চরম ক্ষতির সম্মুখীন হতে হবে। এলাকার সচেতম মহল প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।
Leave a Reply