তুহিন হোসেন:
সাতক্ষীরা সদর উপজেলার ২নং কুশখালি ইউনিয়নের ৫নং ওয়ার্ডে গ্রামীণ চক্ষু হাসপাতালের উদ্েযাগে ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫ লা মার্চ) সকাল ৯ টা হতে বিকাল ২ টা পর্যন্ত শিকড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত¡রে গ্রামীণ চক্ষু হাসপাতাল এর অর্থয়ানে অনুষ্ঠিতব্য উক্ত চক্ষু চিকিৎসা ক্যাম্পে সভাপতিত্ব করেন মোঃ শাহিন হোসেন। সার্বিক সহযোগিতায় ৫নং ওয়ার্ডের সুযোগ্য ইউপি সদস্য মো তুহিন হোসেন। চক্ষু চিকিৎসা ক্যাম্পে বিরতিহীনভাবে সেবা দেন ডা: সুশমিতা মন্ডল এমবিবিএস (RU) ও ডা মাসুম পারভেজ এমবিবিএস।
অনুষ্ঠিতব্য উক্ত চক্ষু ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন মোঃ শাহিন হোসেন। শিকড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন মিন্টু, শিকড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আন্জুয়ারা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার বার্তা সম্পাদক মোঃ তুহিন হোসেন, শিকড়ী কিন্ডার গার্টেন এর প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম, গ্রাম ডাক্তার রেজাউল ইসলাম। দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার বার্তা সম্পাদক এর বড় ভাই মোঃ শাহিন হোসেন বলেন, অন্ধজনে দেহ আলো এই আয়োজনকে আমি সাধুবাদ জানাই। তারা এই সীমান্ত এলাকায় মানুষের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করছে। চোখ দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। আর এই সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি বৈকারী ইউনিয়নের দুস্থ, অসহায়, অবহেলিত মানুষের চোখের সেবা দেওয়ার জন্য গ্রামীণ চক্ষু হাসপাতালের এই মহতী উদ্যোগ গ্রহন করেছে, এটি যেন প্রতি বছর আয়োজনের মধ্য দিয়ে ধারাবাহিকতা বজায় থাকে। অতঃপর শিকড়ী গ্রামের সকল জনগণের পক্ষ থেকে গ্রামীণ চক্ষু হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
Leave a Reply