মোঃ মুজাহিদ সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার দাঁতভাঙ্গা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ জাহিরুল আলম টুটুলের বিরুদ্ধে প্রতিষ্ঠানের ১২০ টি গাছ কেটে বিক্রি ও ০৮ ব্যান্ডিল ঢেউটিন বিক্রি করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দাঁতভাঙ্গা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ জাহিরুল আলম টুটুল কতিপয় ব্যক্তির যোগসাজসে টেন্ডার ছাড়াই অত্র বিদ্যালয়ের ০৮ ব্যান্ডিল ঢেউটিনসহ ১২০ টি গাছ গোপনে বিক্রি করে অর্থ আত্মসাৎ করেছে। বিক্রয়কৃত ঢেউটিনের মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা এবং গাছের মূল্য আনুমানিক এক লাখ ৮০ হাজার টাকা। এ ছাড়া অধ্যক্ষ শিক্ষার্থীদের উপবৃত্তির প্রায় ৩ লাখ টাকা উত্তেলন করে আত্মসাৎ করে।
যেখানে পরিপত্রের নিয়ম অনুযায়ী মোবাইলের সিম কার্ড ও পাসওয়ার্ড শিক্ষার্থীদের দেওয়ার নিয়ম থাকলেও পেশিশক্তি ব্যাবহার করে অধ্যক্ষ সুকৌশলে উক্ত অর্থ হাতিয়ে নেন। পরবর্তীতে বিষয় টা অভিভাবকদের নজরে আসলে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা ফেরত দিতে বাধ্য হন। প্রতিষ্ঠানের টিন ও গাছ বিক্রির বিষয়ে অভিভাবকসহ সুধিজন কেউ জানেনা। অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত করলে আরো অনিয়ম-দুর্নীতি বেড়িয়ে আসবে বলে স্থানীয়দের অভিযোগ। তাই প্রতিষ্ঠানের উন্নয়নের স্বার্থে তদন্ত করে অধ্যক্ষের শাস্তির দাবি জানান তারা।
জানতে চাইলে দাঁতভাঙ্গা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ জাহিরুল আলম টুটুল বলেন, টেন্ডার করা হয়নি তবে কমিটির সিদ্ধান্ত নিয়ে ঢেউটিন ও গাছ বিক্রি করা হয়েছে। গাছগুলো ঝড়ে ভেঙ্গে পড়েছিল। সেই গাছগুলো বিক্রি করেছি। বিক্রয়কৃত টাকা প্রতিষ্ঠানের ফান্ডে জমা রাখা হয়েছে। এখানে কোন আত্মসাৎ করা হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া বলেন, এব্যাপারে কোন অভিযোগ পাইনি, সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্তে প্রমাণিত হলে অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply