তুহিন হোসেন সাতক্ষীরা থেকে:
সাতক্ষীরা সদর উপজেলার এতিহ্যবাহী আবাদের হাট সিসি ক্যামেরার আওতায় এসেছে। সোমবার সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী ও শিবপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আবাদেরহাট বাজারে সিসি ক্যামেরার শুভ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা- ফাতেমা তুজ জোহরা, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কবীর হোসেন মিলন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ০৫ নং শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস,এম আবুল কালাম আজাদ।
সাতক্ষীরা সদর উপজেলার আবাদের হাট, সাতক্ষীরা জেলার মধ্যে অন্যতম প্রাচীন ও বৃহত্তম গরু ও কৃষিপণ্যের বাজার, যেখানে প্রতি সপ্তাহের হাটবার গুলোতে স্থানীয় ও বাইরের ব্যবসায়ীদের আনাগোনায় মুখরিত থাকে হাট। বিপুল জনসমাগমের কারণে হাটে মাঝে মধ্যেই চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটলেও প্রমাণের অভাবে অনেক সময়ই অপরাধীরা পার পেয়ে যায়, এতে উদ্বিগ্ন হাটের ব্যাবসায়ীরা। তবে আবাদের হাটের ব্যবসায়ীরা এখন অনেকটাই স্বস্তিতে কারণ হাটের বিশাল এলাকা জুড়ে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। সিসি ক্যামেরা স্থাপনের ফলে বিশাল এ হাটের পুরোটাই থাকবে নজরদারিতে ফলে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত সহজেই অপরাধী শনাক্ত করা যাবে।
আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কবীর হোসেন মিলন বলেন, আবাদের হাটে বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা গরু ও নানা কৃষি পণ্য নিয়ে আসে। প্রতি সপ্তাহে এ হাটে প্রায় কোটি টাকার লেনদেন হয়। তবে ব্যবসায়ীরা প্রায়ই চাঁদাবাজি, চুরি, ছিনতাইসহ নানা অপরাধ কর্মকাণ্ডের শিকার হয়। জনবহুল এ হাটে অপরাধীদের সনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পরে। তবে সিসি ক্যামেরা স্থাপন করায় ব্যবসায়ীরা এখন আগের চেয়ে অনেক নিরাপদ। এখন কোনো অপরাধ কর্মকাণ্ড সংঘটিত হলেও সিসি ক্যামেরার মাধ্যেমে দ্রুত অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনা যাবে বলে ব্যবসায়ীরা নিজেদের অনেকটাই সুরক্ষিত মনে করছে বলে জানান অত্র বাজারের ব্যবসায়ীরা।
Leave a Reply