শহর প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরা পৌরসভার উদ্যোগে সরকারি সহায়তা খাদ্য শস্য ভিজিএফ এর (চাল) বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা পৌরসভার আয়োজনে প্রধান অতিথি হিসেবে ভিজিএফ এর (চাল) বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরা পৌরসভার ৪ হাজার ৬২১ জন অসহায় ও দু:স্থ সুবিধাভোগীদের মাঝে জন প্রতি ১০ কেজি করে ভিজিএফ’র মোট ৪৬ টন ২১০ কেজি চাল চাল বিতরণ করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, ৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, সংরক্ষিত নারী কাউন্সিলর নুরজাহান নুরীসহ সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply