1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরায় অর্ধেকে নেমেছে খেজুরের রস-গুড় উৎপাদন📰আশাশুনির প্রতাপনগরে বাড়ির মালিককে অজ্ঞান করে দস্যুবৃত্তি📰সাতক্ষীরা জেলা শ্রমিক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান📰দেবহাটায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান📰আজ পবিত্র শবে মেরাজ📰সাতক্ষীরা-৩ আসনে কোন প্রার্থীর সম্পদশালী📰সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার যমুনা টিভির প্রতিনিধি📰সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত উদ্যোক্তাদের নিকট আমানত – ফয়েজ আহমদ তৈয়্যব📰লাবসায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল📰সাতক্ষীরা-২ আসনে কে কত সম্পদশালী, শিক্ষায় এগিয়ে কে?

সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৫৪ সংবাদটি পড়া হয়েছে

শহর প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের ইটাগাছা পূর্ব পাড়া এলাকায় এলাকাবসীর দীর্ঘদিনের দাবী কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) সকালে সাতক্ষীরা পৌরসভার আয়োজনে ইটাগাছা পূর্বপাড়া এলাকায় পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি শোকাবহ আগষ্টে শহিদ বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা ও বিন¤্র শ্রদ্ধা জানিয়ে বলেন, “আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘণ্য ও নিকৃষ্ট হত্যাকান্ড হয়েছিল ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট। অগস্ট মাস একটি কলংঙ্কিত মাস। অনেক দিন সাতক্ষীরা পৌরসভার তেমন উন্নয়ন হয়নি। খুব শীঘ্রই সাতক্ষীরা পৌরসভার উন্নয়ন কাজ শুরু হবে। উন্নত নাগরিক সেবার লক্ষ্য নিয়ে আমি একটি সুন্দর ও নান্দনিক পৌরসভা তৈরী করতে চাই। জার্মান সরকার প্রদত্ত কেএফডবøু প্রকল্প এর কাজ শুরু হলে সাতক্ষীরা পৌরসভার চেহারা পাল্টে যাবে।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, পৌরসভার ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মিসেস রাবেয়া পারভীন, জেলা শ্রমিক রীগের সহ-সভাপতি শেখ সাহাঙ্গীর হোসেন শাহিন, পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, ইউপি সচিব কাঞ্চন কুমার দে, সমীর কুমার প্রমুখ। ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে কোভিড-১৯ প্রজেক্ট এর আওতায় পৌরসভার ৭নং ওয়ার্ডের ইটাগাছা ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সামনে থেকে ইটাগাছা পূর্বপাড়া এলাকায় ভাংড়ী ব্যবসায়ী রবিউল ইসলামের বাড়ি অভিমুখে ৫৪০ মিটার কার্পেটিং রাস্তা প্রায় ১৮ লক্ষ টাকা ব্যয়ে এ নির্মাণ করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু, জেলা মৎস্যজীবীলীগের সভাপতি মীর আজহার আলী শাহিন প্রমুখ। সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের ইটাগাছা পূর্ব পাড়া এলাকায় এলাকাবসীর দীর্ঘদিনের দাবী কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন হওয়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছাস লক্ষ্য করা গেছে। এসময় দলীয় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. মিজানুর রহমান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd