নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভায় ৯নং ওয়ার্ডে মেহেদীবাগ এলাকায় ঈদের ছুটি হওয়ার পরপরেই ব্যাপক চুরি বেড়ে গেছে। পৌর এলাকার বিভিন্ন মহল্লায় প্রায় রাতেই ঘটছে চুরির ঘটনা। চোরেরা এলাকার বিভিন্ন বাড়িতে হানা দিয়ে মোবাইল ফোনসেট, মোটরসাইকেল, ভ্যানগাড়ি, ইজিবাইক, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যাচ্ছে। ফলে চোরের উৎপাতে অতিষ্ঠ মেহেদীবাগ এলাকাবাসী। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে মেহেদীবাগ এলাকাবাসী। ভুক্তভোগী সাতক্ষীরা সদরের রসুলপুর উত্তর মেহেদীবাগের স্থায়ী বাসিন্দা মহিলা বিষয়ক অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষক আব্দুল্লাহ আল মামুন জানান, ঈদ উদযাপন করতে গত ১৪ জুন সকালে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে যান তিনি। এরপর ১৭ জুন রবিবার দ্বি-প্রহরের পূর্বে অজ্ঞাতনামা চোরেরা সিঁড়ির চাল ভাঙ্গিয়া ভিতরে প্রবেশ করিয়া অন্যান্য রুমের দরজা ভাঙ্গিয়া মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যান। খবর পেয়ে বাসায় ফিরে দেখেন শয়ন কক্ষের সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে। আলমারি ভাঙ্গা এবং সিঁড়ির ঘরের চাল কাটা। দুইটি স্টিলের আলমারি এবং দুইটি কাঠের আলমারির ড্রয়ার ভেঙে ঘরে রক্ষিত সব মূল্যবান জিনিস সহ নগদ টাকা এবং একটি ছোট লেদারব্যাগ চুরি করে নিয়ে গেছে চোরের দল। ঘটনায় সাতক্ষীরা সদর থানায় অভিযোগ করেছেন তিনি।
তিনিি আরোও বলেন ‘চোরেরা সাধারণত গভীর রাতে বাড়িতে হানা দিচ্ছে। তারা নানা কৌশল অবলম্বন করে বাসা বাড়ির মূল্যবান মালামাল নিয়ে যাচ্ছে। চোরের কারণে আমরা অতিষ্ঠ। সব সময় আশঙ্কায় থাকতে হয়। চোরের উৎপাত রোধে পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছে এলাকাবাসী।
Leave a Reply