স্টাফ রিপোর্টার: চলো চলো খুলনা চলো জননেত্রী শেখ হাসিনার খুলনা বিভাগীয় সমাবেশ সফল করো এই ¯েøাগানকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনার শুভাগমনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মিছিল করেছে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখা। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে সংগঠনের সভাপতি এডভোকেট ফরিদা আক্তার বানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরার সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়। মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাংবাদিক মমতাজ আহমেদ বাপী, সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক বিকাশ চন্দ্র দাস, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন প্রমুখ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তাঁতী লীগের সভাপতি কাজী মারুফ, সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর মনোয়ার হোসেন, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি তহমিনা রহিম, ইসমত আরা, যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা রানী দাস, সাংগঠনিক সম্পাদক রওশনারা রুবি, শাকিলা ইসলাম জুঁই, সোনিয়া পারভীন শাপলা, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম সিম্মি, পৌর সভাপতি রেবেকা পারভীন রিক্তা, সাধারণ সম্পাদক ফাহিমা আক্তার, সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ বেগম, সদস্য তৈয়েবা, ঝর্ণা, নিলুফা, মনোয়ারা খাতুন, মাহমুদা, রোকেয়া, মনোয়ার আমিন, মাহফুজা খাতুন, আর্ণা প্রমুখ। এসময় মহিলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply