আবু সাঈদ সাতক্ষীরা : সাতক্ষীরায় ৫২তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও ‘সমবায়ে গড়ছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা সমবায় অফিসের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথি বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর মূলমন্ত্র সমবায়ভিত্তিক সমাজ গঠন। উন্নত দেশগুলো সমবায় পদ্ধতি অনুসরণ করে উন্নতি লাভ করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়কে গণমুখী আন্দোলনে পরিণত করার ডাক দিয়েছিলেন। সমবায়ের বিভিন্ন দিক তুলে ধরে এমপি রবি আরো বলেন, সমবায় সমিতির মাধ্যমে দেশকে স্বনির্ভর করা সম্ভব। নিজেদের সামনে এগিয়ে নেওয়ার জন্য সমবায়ের গুরুত্ব অপরিসীম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার এফ এম সেলিম আখতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা। আলোচনা সভা পূর্বে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সদর উপজেলা হলরুমে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়। আলোচনা সভার পূর্বে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও সমবায় প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন ও বেলুন এবং ফেস্টুন উড়িয়ে সাতক্ষীরায় জাতীয় সমবায় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আলোচনা সভা শেষে সমবায়ে বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন সমবায়ী প্রতিষ্ঠানের মাঝে সুদ মুক্ত ঋণের চেক ও ক্রেস্ট প্রদান করা হয়। এসময় সমবায় অফিসের কর্মকর্তা ও সমবায়ী প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Leave a Reply