1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় যাত্রীবাহি বাস খাদে, আহত-২০ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন
১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :

সাতক্ষীরায় যাত্রীবাহি বাস খাদে, আহত-২০

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৫৭ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশমাইল এলাকায় মাটিবাহি ডাম্পার ট্রাক ও যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষের পরে বাসটি রাস্তার ধারে খাঁদে পড়ে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে পাটকেলঘাটা থানার ত্রিশমাইল এলাকার পান্ডের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, পথচারী সাতক্ষীরার তালা উপজেলার কাপাসডাঙা গ্রামের সুব্রত মÐলের স্ত্রী কৃষ্ণা রানী মÐল (২৯), সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি কলবাজারের আবুল হাসানের মেয়ে কুশখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী হাসনা হেনা (১১), একই উপজেলার বাবুলিয়া গ্রামের নিতাই রায়ের স্ত্রী হেমলতা রায় (৫০), একই উপজেলার দেবনগর গ্রামের সোহাগ হোসেন (৫৬), তার ভাই শাকিল আহম্মেদ (৫৪),আশাশুনি উপজেলার মজগুরখালি গ্রামের সুনীল চক্রবর্তীর স্ত্রী মিতা রানী চক্রবর্তী (৪৭),ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার জয়পুর গ্রামের সুমিত হালদারের স্ত্রী স্বরস্বতী হালদার (৭০), তার জামাতা একই গ্রামের উপন্দ্রেনাথ মালাকারের ছেলে নিখিল মালাকারসহ (৫৬) কমপক্ষে ২০ জন। সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন নিখিল চন্দ্র মালাকার জানান, কয়েকদিন আগে তিনি তার শ্বাশুড়িকে নিয়ে বাংলাদেশের গোপালগঞ্জের কোটালীপাড়াসহ বিভিন্ন স্থানে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার সকালে তারা দেশে ফেরার জন্য দুপুর ১২টার দিকে খুলনা জিরো পয়েন্ট থেকে বাসে ( খুলনা মেট্রা-জ-১১-০০৬৩) ওঠেন । বাসটি দুপুর সোয়া একটার দিকে কাপাষডাঙা লস্কর ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবহনকারি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে পূর্ব পাশে এসে তাদের বহনকারি বাসের সামনে ধাক্কা মারে । এতে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে তিনিসহ কমপক্ষে ১৮ জন যাত্রী , ড্যাম্পারের চালক ও এক পথচারী গুরুতর আহত হন। ডাম্পারটিও ১০০ গজ উত্তরে যেয়ে ডান পাশের একটি ডোবায় পড়ে যায়। সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শিমুল রানা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দুর্ঘটনায় পড়া ব্যক্তিদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এরমধ্যে বাসের মধ্যে আটকে পড়া দুই যাত্রীকে ক্রেন এনে উদ্ধার করা হয়। সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ডিবিএন আক্তার মারুফ জানান, কৃষ্ণা মÐলসহ দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পাটকেলঘাটা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম ( এম এ- ক্রিমিনোলজি).....01748159372

alternatetext

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

সম্পাদক ও প্রকাশক:

সিনিয়র নির্বাহী সম্পাদক :

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd