নিজস্ব প্রতিনিধি: মাগুরার নির্যাতিত শিশুর আত্মার মাগফেরাত কামনা এবং ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সাতক্ষীরায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজের পর সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়স্থ শহীদ আসিফ চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ ছাত্র-জনতার ব্যানারে জানাজা অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাজায় ইমামতি করেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসান। জানাজায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাতক্ষীরা জেলা কমিটির আহ্বায়ক আরাফাত হোসাইন , সাতক্ষীরা জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি ও ছাত্র সমন্বয়ক ইমরান হোসেন, সাবেক সহ-সভাপতি রবিউল ইসলাম, এবং সাধারণ শিক্ষার্থীরা। জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাতক্ষীরা জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান, সাকিব হাসান এবং ইব্রাহিম খলিল।
Leave a Reply