1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেস ব্রিফিং - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরায় অর্ধেকে নেমেছে খেজুরের রস-গুড় উৎপাদন📰আশাশুনির প্রতাপনগরে বাড়ির মালিককে অজ্ঞান করে দস্যুবৃত্তি📰সাতক্ষীরা জেলা শ্রমিক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান📰দেবহাটায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান📰আজ পবিত্র শবে মেরাজ📰সাতক্ষীরা-৩ আসনে কোন প্রার্থীর সম্পদশালী📰সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার যমুনা টিভির প্রতিনিধি📰সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত উদ্যোক্তাদের নিকট আমানত – ফয়েজ আহমদ তৈয়্যব📰লাবসায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল📰সাতক্ষীরা-২ আসনে কে কত সম্পদশালী, শিক্ষায় এগিয়ে কে?

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেস ব্রিফিং

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ৪৩ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামগ্রিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ শহীদ মিনারের পাদদেশে উক্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার আহবায়ক আরাফাত হোসেন, মুখপাত্র মোহিনী পারভীন, সংগঠক ইখতিয়ার হোসেন, যুগ্ম আহবায়ক সোহেলী তামান্না প্রমুখ।
সংগঠনটির আহবায়ক আরাফাত হোসেন এ সময় বলেন, কেন্দ্র থেকে নবগঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি প্রকাশ পেয়েছে জানুয়ারী মাসের ৩ তারিখে। এরপর এখানে আমাদের নামে একটি গুজব ছড়ানো হয়েছে। যে আমাদের সংগঠন থেকে ৮ জন কর্মী পদত্যাগ করেছেন। এটা সম্পূর্ণ ভিত্তিহীন যার কোন প্রমান নেই।
আজ এখানে তারা সবাই উপস্থিত আছেন। তাদেরকে মিথ্যা বলে লাইভে ডাকা হয়েছিল। তারা এটি অকপটে স্বীকারও করেছেন। আমার কথা হচ্ছে আপনারা যদি সেই গুজব লীগের মতো পরিবেশ সৃষ্টি করে ছাত্র জনতার অভ্যূত্থ্যানের এই স্প্রিটটাকে ধ্যুলিসাৎ করতে চান তাহলে আপনারা মনে করবেন আপনারা ভুলের স্বর্গে রয়েছেন।
আপনাদের এই এজেন্ডা কখনও বাস্তবায়ন হবেনা সাতক্ষীরার মাটিতে। যারা কমিটিতে আছেন তারা সবাই যোদ্ধা ছিলেন, তারা সবাই কমবেশী ভুমিকা রেখেছেন। আমরা সাধুবাদ জানাই যারা আমাদের বিরুদ্ধে কথা বলেছেন। কথা বলার স্বাধীনতা সবারই রয়েছে। আমাদের বিরুদ্ধে আপনারা সমালোচনা করেছেন আপনাদের স্বাগতম। আমাদের বিরুদ্ধে কথা বলুন কিন্তু গঠনমূলক কথা বলুন।
টেনে ধরবেন না। বন্ধু আপনি যদি আমাদের সহযোগিতা করতে নাই পারেন অন্তত পক্ষে আমাদের বিরোধিতা করবেন না। আপনারা জানেন, আমাদের সাতক্ষীরায় উল্লেখ্যযোগ্য আহতরা রয়েছেন। এখানে একজন আছেন তার চোখের রেটিনা নষ্ট হয়ে গেছে। কই তাদের কাউকে নিয়ে কারও প্রেস ব্রিফিং করতে দেখলাম না। দেখলাম না তাদের কারও দায়িত্ব নেয়ার। জুলাই অভ্যুত্থ্যানের যে স্প্রিট, সেটা নষ্ট করা পায়তারা চালানো হচ্ছে।
কেন্দ্র থেকে যে কমিটি দেয়া হয়েছে, সেটা নিয়ে একটি গুজব রটানো হয়েছে। আপনাদের কাছে আমাদের উদাত্ত আহবান আপনারা আমাদের পাশে থাকুন। আমাদের সাথে থাকুন। আমরা ইতিমধ্যে অনেক রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলেছি তারা আমাদের সাথে রয়েছেন।
এই অভ্যূত্থ্যানের স্প্রিটকে নিয়ে আমরা এই নতুন সাতক্ষীরাকে গড়তে চাই। গত ১৫ বছর ধরে আমাদের সাতক্ষীরাকে কুক্ষিগত করে রাখা হয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সাতক্ষীরাকে সংস্কার করতে চাই। অবকাঠামোগতসহ সব দিক থেকে আমরা এই সাতক্ষীরাকে এগিয়ে নিয়ে যাবো।
আপনাদের কাছে আমাদের উদাত্ত আহবান, আপনারা আমাদের সাথে কাজ করুন, আমাদের সাথে থাকুন। আমরা একসাথে একটি সুন্দর সাতক্ষীরা, সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো। প্রেস ব্রিফিং থেকে সংগঠন বিরোধী কার্যক্রমের জন্য সংগঠনটির সদস্য এএইচ রিফাতকে বহিষ্কারের ঘোষণা দেয়া হয়।
উল্লেখ: এর আগে গত শনিবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের খুলনা রোডস্থ শহীদ আসিফ চত্বরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ছাত্র-জনতার জুলাই বিপ্লবের প্রথম সারিতে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের বাদ দিয়ে আন্দোলনে যাদের কোনো ভুমিকা ছিলনা তাদের নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা কমিটি গঠন করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ।
এসময় নতুন কমিটি থেকে ৮ জন শিক্ষার্থী পদত্যাগের ঘোষণা দেন বলে তারা জানান। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বখতিয়ার হোসেন। এতে আরো বক্তব্য রাখেন, সমন্বয়ক মোঃ ইমরান হোসেন, সংগঠক মুশফিকুর রহমান, এএইচ রিফাত, সায়েম রহমান সিয়াম, মাসকুরা পারভীন প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd