আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: প্রান্তিক পর্যায়ে কৃষির মান উন্নয়নে সাতক্ষীরায় “বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সমূহের পরিচিতি, বীজ উৎপাদন ও সংরক্ষণ কলাকৌশল” শীর্ষক বীজ উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৮ নভেম্বার ২০২৪) বেলা ১১টায় বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ পরামানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র সাতক্ষীরার সহযোগিতায় বিনা উপকেন্দ্রের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রকল্প পরিচালক ড. মোঃ মাহবুবুল আলম তরফদারের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিনার মহাপরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিনার উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রেজা মোহাম্মাদ ইমন, উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ বাবুল আক্তার, ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার প্রত্যন্ত অঞ্চরের ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন।
Leave a Reply