নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দেখা নেই স‚র্যের। আজ সোমবার (৬ ডিসেম্বর) মেঘলা আকাশ আর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ভেদ করে দুই একবার তেজহীন স‚র্যের দেখা মিললেও অধিকাংশ সময়ই মিলছে না। দুপুর গড়য়ে বিকাল ৪ টা র্পযন্ত স‚যের দেখা মেলেনি। জনদুর্ভোগ বেড়েছ। দমকা হাওয়া ও মুষলধারায় বৃষ্টির ফলে বিপাকে পড়েছে দৈনন্দিন খেটে খাওয়া মানুষগুলো। সবকিছু মিলে আবহাওয়া ধীরে ধীরে শীতলের দিকে এগিয়ে চলছে। এর আগে রবিবার (৫ নভেম্বর) দিনভর স‚র্যের দেখা যায়নি সাতক্ষীরায়। বৃষ্টির কারণে তাপমাত্রা কমেছে। এ অবস্থার পরিবর্তন হলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। অসময়ে বৃষ্টি হওয়ায় কৃষকরা ক্ষতির আশঙ্কা করছেন।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন বলেন, ঘ‚র্ণিঝড় জাওয়াদের প্রভাবে গত দুইদিন ধরে আকাশ মেঘলাসহ কোথাও কোথাও হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে। ঝড়ের প্রভাব কেটে গেলে আবহাওয়া আবার স্বাভাবিক হবে। তবে, আগামী দুই-এক দিন পর থেকে বাড়বে শীতের প্রকোপ।
Leave a Reply