সদর প্রতিনিধি: উদ্যোক্তা দক্ষতা প্রশিক্ষণ (ইএসটি) সম্পন্ন করার পর ২শ প্রশিক্ষণার্থী মাঝে ব্যবসায়িক স্টার্ট-আপ কিট বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সমাজসেবা অধিদফতর ও সাতক্ষীরা পৌরসভা যৌথভাবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে ও জিআইজেড’র বাস্তবায়নে ১০ দিনের প্রশিক্ষণ শেষে এই ব্যবসায়িক স্টার্ট-আপ কিট ও সনদ বিতরণ করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক আশিষ কুমার মন্ডল, জিআইজেড’র সিনিয়র কো-অর্ডিনেটর শেখ মো. আশরাফুল ইসলাম, জিআইজেড’র এডভাইজর মিজ. অ্যান্তোনিয়া ব্রিল, জিএপএ কনসালটিং গ্রুপ’র কম্পোনেন্ট হেড এন্টিপ্রিউনারশিপ সাবিহা সুলতানা, সাতক্ষীরা পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর প্রমুখ। অনুষ্ঠানে উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন ও আর্থিক সাক্ষরতা শীর্ষক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহলকারীদের মধ্যে অনুভ‚তি প্রকাশ করে বক্তব্য রাখেন বাঁকাল ইসলামপুর ১ কলোনীর মানসুরা খাতুন ও ইটাগাছা পুর্বপাড়ার মোজাম্মেল হক। এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, শহর সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান, পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন মিলন, মারুফ আহম্মেদ, অনিমা রাণী মন্ডল প্রমুখ। ১০ দিনের প্রশিক্ষণ কোর্সটি তাদের নিজস্ব ব্যবসা সেট আপ করতে বা তাদের বিদ্যমান ব্যবসাগুলি উন্নত করতে সহায়তা করে। প্রশিক্ষণের মধ্যে ছিলো, লিঙ্গ সচেতনতা, মোবাইল ব্যাংকিং, উদ্যোক্তা এবং উদ্যোক্তা সম্পর্কিত তথ্য, বাজার জরিপ, ব্যবসার জন্য স্ব-কৌশল ব্যবসায়িক কর্মপরিকল্পনা প্রণয়ন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জিআইজেড’র ইউএমআইএমসিসি/ ইউএমএমএল প্রকল্পের এডভাইজর রতন মানিক সরকার ও শহর সমাজসেবা কার্যালয়ের সমাজকর্মী ফাতেমা খাতুন।
Leave a Reply