সদর প্রতিনিধি: সাতক্ষীরায় ঈদের নামাজ আদায় সৌদির সাথে মিল রেখে দরের ভাড়ুখালী,আখড়াখোলা, তলুইগাছা,বাউকোলা তালার ইসলামকাটি, কলারোয়ার সোনাবাড়িয়া,পাইকগাছা, খলিল নগর এলাকার মুসল্লিরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে।
সোমবার (০২এপ্রিল) সকাল সাড়ে সাতটায় বাউকোলা পূর্বপাড়া জামে মসজিদে মাওলানা মোহাব্বত আলীর ইমামতিতে সেখানে নামাজ আদায় করেন মহিলাসহ ৬০-৭০ জন মুসুল্লি।
বাউকোলা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোহাব্বত আলী বলেন, আমরা রমজান মাসের চাঁদ দেখে রোজা থাকি এবং শাওয়াল মাসের ১ তারিখে চাঁদ দেখে ঈদের নামাজ আদায় করি আমরা অন্য অন্য দেশের সাথে মিল রেখে আজ ঈদ উদযাপন করছি। পাইকগাছা থেকে ঈদের নামাজ নামাজ আদায় করতে আসা জিএম হাসান-বিন মাহমুদ জানান,
আমরা ৩০টি রোজা রেখে আজ ঈদ পালন করছি অন্যদেশে আজ ঈদ পালন করছে। খবর পেয়ে খবর প্রতিবছর অন্য অন্য দেশের সাথে মিল রেখে ঈদ পালন করি।
Leave a Reply