আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক : সাতক্ষীরায় অবৈধ ইটভাটা পরিচালনা ও ইটভাটায় কাঠ পোড়ানোর বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরের দিকে সাতক্ষীরার পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সরদার শরিফুল ইসলামের নেতৃত্বে সদর উপজেলার কাশেমপুর এলাকায় ওই অভিযান শুরু করা হয়।
অভিযানে কাশেমপুর এলাকায় মেসার্স এমআর ব্রিকস্ নামে ইটভাটা অবৈধভাবে চালানোর দায়ে ইটভাটাটি গুড়িয়ে দেওয়া হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইটভাটা মালিককে ৫লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিটেস্ট প্রণয় মুখার্জী।
সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তর অফিসের উপ-পরিচালক সরদার শরিফুল ইসলাম জানান, জেলায় যেসব ইটভাটার মালিকরা অবৈধভাবে ইটভাটা চালাচ্ছে এবং ইটভাটায় কাঠ পোড়াচ্ছে সেই সব ইটভাটায় ৩১ ডিসেম্বর থেকে অভিযান শুরু করেছি। তিনি আরও বলেন, অভিযানে কাশেমপুর এলাকায় মেসার্স এমআর ব্রিকস্ নামে ইটভাটা অবৈধভাবে চালানোর দায়ে ইটভাটাটি গুড়িয়ে দেওয়া হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইটভাটা মালিককে ৫লাখ টাকা জরিমানা করা হয়।
Leave a Reply