সাতক্ষীরা সদর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মেল্লেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি গাছ সুকৌশলে নিয়ম বহির্ভূতভাবে কর্তনপূর্বক আত্মসাৎ করার খবর পাওয়া গেছে। খবরে প্রকাশ মেল্লেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী ও ম্যানেজিং কমিটির সভাপতি সুকুমার সরকার স্কুল প্রাঙ্গনের বড় বড় চারটি শিশু গাছ সম্পূর্ণ বেআইনিভাবে শুকৌশলে গতকাল শুক্রবার সরকারি ছুটির দিনে কর্তন করেছে। উক্ত গাছগুলোর আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এবিষয়ে জানতে চাইলে ম্যানেজিং কমিটির সভাপতি সুকুমার সরকার জানান গাছ কর্তনের বিষয়ে সরকারি অনুমতি নিয়েছেন কিনা তা প্রধান শিক্ষক জানেন আমি এ ব্যাপারে কিছুই জানিনা। প্রধান শিক্ষক আয়ুব আলীর নিকট জানতে চাইলে তিনি জানান আমি সরকারি অনুমতি নিয়েই গাছ কর্তন করছি এবং উক্ত অনুমতিপত্র জনৈক যুবলীগ নেতা মাহমুদুল হাসান লিটনের নিকট আছে এছাড়া অনেক আগে বিষয়টি নিয়ে আমাদের রেজুলেশন করা আছে। বিষয়টি নিয়ে যুবলীগ নেতা মাহমুদুল হাসান লিটন জানান গাছ কর্তনের জন্য উপজেলা শিক্ষা অফিসারের নিকট আবেদন করেছি তিনি আবেদনপত্রের একটি কপি দেখালেও অনুমতির কোন কাগজপত্র দেখাতে পারেন নাই। স্থানীয় ইউপি সদস্য লুৎফর রহমান জানান সরকারি গাছ কর্তনের বিষয়ে আমি কিছুই জানিনা এবং এ বিষয়ে স্কুল কমিটির মিটিং এ কোন সিদ্ধান্ত হয়নি। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবিরের নিকট মোবাইল ফোনে জানতে চাইলে তিনি সন্তোষজনক কোন উত্তর দিতে পারেন নাই। দনে দুপুরে সরকারি সম্পত্তি সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ও স্কুল পরিচালনা কমিটির কর্তৃক লোপাট করায় সংশ্লিষ্ট প্রশাসনের অবহেলাকেই করছেন স্থানীয় সচেতন মহল। এমন নেক্কারজনক ঘটনার সাথে যাহারা জড়িত তাদের অতি দ্রæত আইনের আওতায় আনতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার আশুহস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।
Leave a Reply