নিজস্ব প্রতিনিধি: গ্রাম হবে শহর” শহরের সকল সুবিধা গ্রামে বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরার ভোমরায় গ্রামীন পাইপ ওয়াটার সাপ্লাই সুপেয় পানির লাইন উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় সদরের ভোমরা ইউনিয়নের লক্ষীদাড়ী এলাকায় সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর’র প্রকৌশলী মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে ফলক উন্মোচন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে বলেন, শেখ হাসিনার অঙ্গিকার গ্রাম হবে শহর’ শহরের সুবিধা গ্রামে পৌছে দেওয়ার লক্ষ্যে ভোমরাতে সুপেয় পানির লাইন উদ্বোধন করা হয়েছে। ইনশাল্লাহ সাতক্ষীরা একদিন সিটি কর্পোরেশন এবং ভোমরা একদিন পৌরসভা হবে। ভোমরা এলাকার ব্যাপক উন্নয়ন হবে। কিছু কিছু মানুষের কারণে আমাদের জেলা অবহেলিত। জননেত্রী শেখ হাসিনা আমাদের সাতক্ষীরার উন্নয়নে অনেক কিছু দিয়েছেন। কিন্তু তার বাস্তবায়ন খুবই ধীর গতিতে হচ্ছে।”অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ আব্দুস সবুর, ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু, অর্থ সম্পাদক আবু মুসা, ভোমরা ইউপি চেয়ারম্যান মো. ইসরাইল গাজী, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর, সাতক্ষীরার ভোমরায় সাড়ে ৫ কিলোমিটার পাইপ লাইনের মাধ্যমে ৫শতাধিক পরিবারের জন্য ১ লক্ষ লিটার ধারন ক্ষমতা সম্পন্ন এ সুপেয় পানির লাইনের সংযোগ দেওয়া হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর’র বাস্তবায়নে ২ কোটি ১৫ লক্ষ টাকা ব্যয়ে ভোমরায় গ্রামীন পাইপ ওয়াটার সাপ্লাই সুপেয় পানির লাইন উদ্বোধন করা হয়েছে। আয় থেকে ব্যয় মিটিয়ে আরও নতুন গ্রামীন পাইপ ওয়াটার সাপ্লাই লাইন নির্মাণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন ভোমরা ইমিগ্রেশন পুলিশ ইনচার্জ মাজরেয়া হোসেন, ভোমরা বিজিবির ক্যাম্প কমান্ডার অহিদুল ইসলাম, ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ.এস.এম মাকছুদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম গাজী, ভোমরা ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির সভাপতি ফিরোজ হোসেন, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন প্রমূখ।
Leave a Reply