নিজস্ব প্রতিনিধি; সাতক্ষীরায় র্যাবের অভিযানে ৭৮০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। ২৯ আগস্ট শহরের আবুল কাশেম সড়কের অবস্থিত হোটেল উত্তরার দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো টাংগাইলের মির্জাপুর থানার ভাতগ্রামের মৃত দয়াল মন্ডলের ছেলে মনোরঞ্জন (৪৮) এবং রাজবাড়ির খানখানাপুর গ্রাসের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ ইসমাইল হোসেন (৫২)।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের যোগাযোগ মাধ্যমে জানানো হয়েছে, গত ২৯ আগস্ট ২০২৩ তারিখ র্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, সাতক্ষীরা শহর এর আবুল কাশেম সড়কের পূর্ব দিকে হোটেল উত্তরা এর দ্বিতীয় তলায় কতপয় ব্যক্তি মাদকদ্রব্য ইয়াব ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি রাতে অভিযান পরচিালনা করে আসামীদ্বয়কে গ্রেপ্তার করে। এ সময় উপস্থিত স্বাক্ষীদের সামনে গ্রেপ্তারকৃত আসামীদের হেফাজত হতে ৭৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার র্পূবক জব্দ করা হয়।
আসামীদেরকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply