আবু সাঈদ, সাতক্ষীরা: নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতায়, চাকরি পাবে নিজ যোগ্যতায়’’ এই প্রতিপাদ্যে সাতক্ষীরায়১২০ টাকায়আবেদন করে কনস্টেবল পদে চাকরি পেয়েছে ৬৭ জন নারী-পুরুষ। দরিদ্র পরিবারের সন্তানরা ঘুষ ছাড়াই মেধা ও যোগ্যতায়পুলিশের চাকরি পেয়ে ভীষণ আনন্দিত। নিয়োগ পেয়ে তারা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।পুলিশ সুপারের কার্যালয় থেকে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি সাতক্ষীরা পুলিশ লাইনস মাঠে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা শুরু হয়। নিয়োগ পরীক্ষায় অংশ নেয় ৫ হাজার ৪৯ জন। এর আগে তারা ডাক্তারি ও শারীরিক পরীক্ষায়উত্তীর্ণ হওয়ার পর দৌড়, লং জাম্প, হাই জাম্পসহ বিভিন্ন পরীক্ষায়উত্তীর্ণ হন।পরপর তিন দিনের এসব পরীক্ষায়উত্তীর্ণ হয়ে ২২৭ জন প্রার্থী মৌখিক পরীক্ষায়অংশ নেয়।বুধবার রাতে পুলিশ সুপার কার্যালয়ের ড্রিলশেডে ফলাফল প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, বাগেরহাট থানার অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান নতুন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন,বর্তমান সরকারের সময় বিনা পয়সায় পুলিশের চাকরি পাওয়া যায়। তিনি তাই নতুন পুলিশ সদস্যদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশসেবায় এগিয়ে আসার পরামর্শ দেন।
Leave a Reply