নিজস্ব প্রতিনিধি: ‘মানুষ মানুষের জন্য’ এমনই উক্তি ধারণ করে নিজস্ব অর্থায়নে রমজানের শুরুতে সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে অসহায় গরীব নি¤œ আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগ নেতা এজাজ আহমেদ স্বপন। ঈদ উপহার হিসেবে তিনি বিভিন্ন সামগ্রী ও বস্ত্র বিতরণ করছেন।
জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন বলেন, হাসি মুখ-সেঞ্চুরি সাতক্ষীরার উদ্যোগে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে অসহায় গরীব নিম্ন আয়ের মানুষসহ মাদ্রাসা, এতিমখানা শিক্ষার্থী ও মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মসজিদের সভাপতি, সম্পাদক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিজিবি ক্যাম্পের সদস্য ও পুলিশ সদস্যদের এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পবিত্র রমজানের শুরুতে ইফতার বিতরণ ও ঈদ উপহার হিসেবে ঈদের দিন পর্যন্ত ঈদসামগ্রী ও বস্ত্র বিতরণ করেছেন। নিজস্ব অর্থয়ানে তিনি ২০০০ সাল থেকে শুরু করে এই পর্যন্ত এসব ছোট ছোট সহায়তা ও উপহার প্রদানের কাজ করে যাচ্ছেন। এছাড়াও তিনি বিনামূল্যে গাছের চারা বিতরণ করেছেন।
Leave a Reply