নিজস্ব প্রতিনিধি: “আসুন কমাই সেবার ব্যবধান” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও ক্যান্সার হাসপাতালের ফলক উন্মোচন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে সাতক্ষীরার বিনেরপোতায় ক্যান্সার ওয়েলফেয়ার এন্ড রিসার্স সেন্টার থেকে এক বর্নাঢ্য র্যালী বের হয়। র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সাতক্ষীরা ক্যান্সার কেয়ার এন্ড ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে হাসপাতালটির প্রতিষ্ঠাতা ডা. মনোয়ার হোসেন’র সভাপতিত্বে হাসপাতালের ফলক উন্মোচন শেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম। এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহানা মহিদ বুলু, ডা. সুশান্ত ঘোষ, সাংবাদিক কল্যান ব্যানাজী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোজাফ্ফর রহমান, ডা. সুমন দাশ, সাতক্ষীরা , রোটারিয়ান মাহমুদ হাসান, ডা. সুব্রত ঘোষ, ক্যান্সার পেশেন্ট মকবুল হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হুসাইন সুজন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, যুগ্ম সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গোলাম মোর্শেদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন।
প্রধান অতিথি এমপি রবি এ সময় বলেন, “এই প্রথম সাতক্ষীরায় নির্মিত হচ্ছে ক্যান্সার হাসপাতাল। আর এই মহৎ উদ্যোগ নিয়েছে মহৎ মনের অধিকারী ডা. মনোয়ার। তার এই উদ্দেশ্য ও মহৎ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। তার এই মহৎ উদ্যোগে সকলকে শামিল হতে হবে। তিনি আরো বলেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই জরুরী। আমি চাই সাতক্ষীরার একটি মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যায়। সাতক্ষীরার ডাক্তাররা উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। যে কারণে আমাদের বাহিরের জেলার মানুষও এজেলায় চিকিৎসা সেবা নিতে আসছে। দেশের ১৭ কোটি মানুষের চিকিৎসার জন্য জননেত্রী শেখ হাসিনা জেলায় জেলায় মেডিকেল কলেজ নির্মাণ করে দিচ্ছেন।”
Leave a Reply