নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন, সাজাপ্রাপ্ত ৫ জনসহ ৯ জনতে গ্রেপ্তার করা হয়েছে। গাঁজাসহ গ্রেপ্তারকৃতের নাম মোঃ আসাদুল ইসলাম (২৭)। সে আশাশুনির কাদাকাটি গ্রামের -মোঃ শওকত হোসেনের ছেলে। সাতক্ষীরা সদর থানা পুলিশের সামাজিক মাধ্যমে জানানো হয়েছে, সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান এর তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম এর নেতৃত্বে থানার এসআই মোস্তাক আহম্মেদ, এএসআই মোঃ রাকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। বুধবার রাত পৌনে ১১টার দিকে কদমতলা ব্রীজের উপর হতে আসামী মোঃ আসাদুল ইসলাম (২৭) কে আটক করা হয়। এসময় আসামীর হেফাজত হতে পাঁচশত গ্রাম মাদকদ্রব্য গাঁজা, মূল্য অনুমান ১৫ হাজার টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
এছাড়াও থানা পুলিশের অভিযানে বিভিন্ন এলাকা হতে সাজাপ্রাপ্ত ৫ জন আসামীসহ ওয়ারেন্টভুক্ত মোট ৯ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সংক্রান্তে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে ও অন্যান্য আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
Leave a Reply