নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ২দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনে আয়জনে শনিবার (১২ নভেম্বর) বেলা ১১ টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বেলুন ও ফেসন্টুন উড়িয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সিভিল সার্জন সবিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফতেমা তুজ-জোহরা, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সদর ভুমি কর্মকর্তা আজাহার আলীসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্কুল কলেজের শিক্ষক, শিক্ষকা ও ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানের পূর্বে অথিতি বৃন্দরা মেলার সকল স্টল পরিদর্শন করেন।
ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ সফল করার লক্ষ্যে জেলা তথ্য সাতক্ষীরা মাইকিং, প্রেস বিজ্ঞপ্তি, সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচার, ডিস লাইনেের প্রচার কার্যক্রম অব্যাহত রেখেছে।
এবছর সাতক্ষীরা ডিজিটাল উদ্ভাবনী মেলায় জেলা পুলিশ, ভুমি অফিস, বিআরটিএ, টিটিসি, সাতক্ষীরা পৌরসভা, স্কুল, কলেজ, ব্যাংক, কৃষি বিভাগসহ মোট ৪৬টি স্টলে বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়।
Leave a Reply