নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় দুইদিন ব্যাপি পিঠা উৎসব ও সাংষ্কৃতি অনুষ্ঠান শেষ হল পুরুষ্কার বিতরণ এর মাধ্যমে । মঙ্গলবার ২৪ জানুয়ারি সাতক্ষীরা পাবলিক স্কুলের নিজস্ব ক্যাম্পাসে দুই দিনব্যাপী এই পিঠা উৎসবের আয়োজন করা হয়।পিঠা উৎসব উপলক্ষে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা শতাধিক পদের পিঠা তৈরি করে স্টলে প্রদর্শন করছেন। শিক্ষার্থীদের হাতে তৈরি গ্রামবাংলার ঐতিহ্যবাহী এসব পিঠা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে কিনতে দেখা গেছে।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির পরিচালক আলাউদ্দীন ফারুকী প্রিন্স জানান, করোনার পর এবারই প্রথম এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। এই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের আমরা প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন রকমের পিঠাপুলি তৈরি করা শেখাতে পারছি। বুধবার দিনব্যাপি সাংষ্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুপুরে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতামূলক খেলা অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয় অত্র স্কুলের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন এর সভাপতিত্বে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আব্দুল্লা আল আমিন জেলা প্রশাসন সাতক্ষীরা। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গনি।
Leave a Reply