নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে পদযাত্রা করেছে জেলা বিএনপি। শনিবার (১৯ আগস্ট) বিকাল ৫টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী সাতক্ষীরা শহরের তালতলা এলাকা থেকে পদযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সাতক্ষীরা জেলা বিএনপি আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে পদযাত্রাটি অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত পদযাত্রায় জেলা বিএনপির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আলিমের সঞ্চালনায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি আন্দোলনের মাধ্যমে আদায় করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। দেশের মানুষ আর রাতের ভোটে নির্বাচিত সরকার দেখতে চায় না। অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না দিলে সরকার পতনের হুশিয়ারি দিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলার আহবান জানান।
পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির আহবায়ক শের আলী, সদর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. মো. নুরুল ইসলাম, জেলা শ্রমিকদলের সভাপতি মো. আব্দুস সামাদসহ জেলা ও সদরের ছাত্রদল, যুবদল, শ্রমিকদল ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ পদযাত্রায় অংশগ্রহন করে। এর আগে, বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা জেলা শহরের সঙ্গীতা মোড় এলাকা থেকে জেলা বিএনপির আরও একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির সভাপতি বাবু মৃর্ণাল কান্তি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত পদযাত্রায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন।
সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসানের সঞ্চালনায় পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির নেতা ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক পৌর কাউন্সিল আইনুল ইসলাম নান্টা, জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসান হাদি, জেলা ছাত্রদলের সভাপতি শেখ সজীব, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিলন শিকদার, সাবেক জেলা কৃষক দলের আহবায়ক আহসানুল কাদির স্বপন, কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আলী হোসেন, শামীম কবীর সুমন, জি এম রাশেদ প্রমুখ। এছাড়া সাতক্ষীরা জেলা বিএনপির পদযাত্রায় জেলা, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের হাজার হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
Leave a Reply