নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক আমাদের সময় ও মাচরাঙা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জলের শ্যালক শেখ ফরহাদ হোসেন (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার দিবাগত রাত ৩টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। তিনি দেবহাটার দক্ষিণ পারুলিয়া শেখপাড়া এলাকার মরহুম শেখ আব্দুল বারীর বড় ছেলে। মৃত্যুকালে তিনি ৩ বছরের শিশু কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। মরহুমের জানাযা সোমবার বাদ জোহর পারুলিয়া শেখপাড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুাতে জেলা সাংবাদিক এ্যাসোসিয়েনের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন ও রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা সাংবাদিক এ্যাসোসিয়েনের সভাপতি মোঃ আবু বক্কার সিদ্দিক হিরা,সহ-সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান(সদর), সাধারণ সম্পাদক মোঃ তুহিন হোসেন, সহ-সাধারণ সম্পাদক এম এ কাশেম, যুগ্ন সাধারণ সম্পাদক কে এম রেজাউল ইসলাম, আবু সাঈদ, মামুন হোসেন, মাওলানা মোঃ মিজানুর রহমান(তালা),মোঃ খায়রুল ইসলাম(আশাশুনি), মোঃ শাহিনুর ইসলাম, শেখ আলী মোর্তজা, অর্থ সম্পাদক মোঃ আব্দুল মোমিন, মহিলা বিষয়ক সম্পাদিকা রেশমা খাতুন, মহিলা বিষয়ক সম্পাদিকা তানজিলা বেগম, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক ইনজামুল হক ,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, প্রচার সম্পাদক আলামিন রোকন, মোঃ ইয়াছিন আলী, দপ্তর সম্পাদক মোঃ ফারুক হোসেন সোহাগ, তথ্য প্রযুক্তি সম্পাদক মোঃ আজিবর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, সদস্য সচিব আবু সাঈদ, ইয়াসিন আলী জেলা সাংবাদিক এ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ।
Leave a Reply