স্টাফ রিপোর্টার: দেবহাটা উপজেলা থেকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে সদ্য নিয়োগপ্রাপ্ত ১১ পুলিশ সদস্য ও তাদের অভিভাবকদের সংবর্ধনা দিয়েছেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্যাহ। সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে সোমবার দেবহাটা থানায় উক্ত পুলিশ সদস্য ও তাদের অভিভাবকদের ফুলেল শুভেচ্ছা বিনিময় এবং মিষ্টিমুখ করান ওসি। একইসাথে দেশপ্রেমকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য নিয়োগপ্রাপ্তদের প্রতি আহŸান জানান তিনি। এসময় পুলিশ পরিদর্শক (তদন্ত) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন সহ সদ্য নিয়োগপ্রাপ্তদের মধ্যে সুশীলগাতী গ্রামের আকবর আলীর ছেলে মাহাবুর আলম, হিরারচক গ্রামের আহম্মদ আলী গাজীর ছেলে সাইফুল ইসলাম, রতেœশ্বরপুর গ্রামের সুরেন্দ্রনাথ সরকারের ছেলে অভিজিত সরকার, ভাতশালার ফিরোজ গাজীর ছেলে ফারুক হোসেন, দক্ষিণ কুলিয়া গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে হাসানুল বান্না, মাঘরী গ্রামের এসএম জাকির হোসেনের ছেলে তানভীর হোসেন, টাউনশ্রীপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে সোহান আলী, একই এলাকার মনিরুল ইসলামের ছেলে আল মামুন, খলিশখালী এলাকার আব্দুল কাদেরের ছেলে সাব্বির আহম্মেদ, পূর্ব কুলিয়া গ্রামের পবিত্র মন্ডলের মেয়ে তৃষা মন্ডল ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply