মোঃ আবু সাইদ: সাতক্ষীরা সদর উপজেলার দহাকুলা গ্রামে নানার বাড়িতে বসবাস করা হতদরিদ্র অসহায় পরিবারের একমাত্র উপার্জনকারী অবলম্বন আলামিন হোসেন (শাওন) (২১) পিতা মোঃ মজনুর রহমান, মাতা-নুরনাহার,নানা শেখ তৌহিদুর রহমান। সে অভাবের কারণে কলেজের লেখাপড়া বাদ দিয়ে পরিবহনে কাজ করে অসহায় দরিদ্র নানি ও মায়ের সংসারের হাল ধরে জীবিকা নির্বাহ করছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস গত ২৯শে এপ্রিল ঢাকা থেকে সাতক্ষীরায় আসার পথে ফরিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়। তার দুই পায়ের হাঁটুর নিচ থেকে ভেঙ্গে ফ্যাক্সর হয়ে যায়। বর্তমানে সে ঢাকা শ্যামলী ট্রমা সেন্টারে চিকিৎসাধীন আছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী এক্ষুনে তার দুই পায়ে ৫-৬ টা অপারেশন করা লাগবে। তা না হলে তার পা কেটে ফেলতে হবে। এজন্য পাঁচ থেকে ছয় লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু এত টাকা সংগ্রহ করে চিকিৎসা করা অসহায় মা এবং নানির পক্ষে সম্ভব নয়। তাই তার জীবন বাঁচাতে সমাজের বিত্তবান দের নিকট সাহায্য চেয়েছেন তার পরিবার ও আত্মীয়-স্বজনরা। সদা হাস্যজ্জ্বল ২১বছর বয়সের যুবক আলামিন হোসেন শাওনের জীবন বাঁচাতে মানবিক সাহায্য পাঠানোর ঠিকানা শেখ তানভীর আনজুম, দহাকুলা,সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। বিকাশ/ নগদ মোবাইল একাউন্ট(পারসোনাল) নাম্বার : ০১৮১৫-০৬ ৬১ ৪০।
Leave a Reply