শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ‘বিসমিল্লাহ-০৩’ নামীয় ১২শ বিঘা আয়তনের চিংড়িঘের দখল করেছে নিয়েছে দুবৃর্ত্তরা। মঙ্গলবার রাত নয়টার দিকে দেশীয় অস্ত্রে সজ্জিত দুই শতাধিক লাঠিয়াল উপজেলার ঝাাঁপা-সোনাখালী গ্রামে অবস্থিত ঘেরটি দখল করে। অভিযোগ উপজেলা বিএনপির সহ-সভাপতি আমজাদুল ও যুবদল আহবায়ক হাফিজুর রহমানের নেতৃত্বে বিরোধপুর্ণ উক্ত ঘের দখল হয়।
ঘের মালিক রবিউল্লাহ বাহারের ভাই সফিউল্লাহ জানান ৫ আগষ্টের পর থেকে বিএনপি নেতা আমজাদ ও তার লোকজন উক্ত ঘের দখলের হুমকি দিয়েূ আসছিলেন। যার প্রেক্ষিতে গত ১১ নভেম্বর সোমবার শতাধিক জমির মালিক উক্ত বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন করেন।
সেই ঘটনার ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার রাতে তিনি উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় তিন/চারশ লাঠিয়াল নিয়ে ঘেরটি দখল করেছেন। এসময় সিসি ক্যামেরাসহ ঘেরের বাসা ভাংচুরের পাশাপাশি কর্মচারী হাদি, হাবিবুর ও মুজিবরকে মারধর ও ম্যানেজার হাবিবুরকে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে আমজাদের লোকজন।
জমির মালিক মাখন লাল মন্ডল জানান জাতীয় পার্টির নেতা আব্দুস সাত্তারের দীর্ঘ নির্যাতনের পর তারা নিজেদের জমির মালিকানা ফিরে পাওয়ার আশা করেছিলেন। হুমকির পর মানববন্ধন করা সত্ত্বেও মঙ্গলবার রাতে বিএনপি ও যুবদল নেতা ঘেরটি দখলে নেয়ায় তারা ভীত সন্ত্রস্থ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত প্রায় ১০ লাখ টাকার মাছ লুট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এবিষয়ে জানতে স্থানীয় চেয়ারম্যান বিএনপি সহ-সভাপতি আমজাদুল ইসলামের সাথে কথার বলার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে তার প্রধান সহযোগী যুবদল আহবায়ক হাফিজুর জানান জাতীয় পার্টির নেতা সাত্তার মোড়ল ঘেরটি তাদেরকে দিয়েছেন। আদালতের নির্দেশ থাকায় মঙ্গলবার রাতে তারা লোকজন নিয়ে ঘেলের দখল নিলেও কোন ভাংচুর বা কাউকে মারধর করেনি।
শ্যামনগর থানার ওসি(তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। বে-অইনী কাজ করলেও কাউকে ছাড় দেয়া হবে না।
Leave a Reply