1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সাতক্ষীরার মানুষ - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরায় অর্ধেকে নেমেছে খেজুরের রস-গুড় উৎপাদন📰আশাশুনির প্রতাপনগরে বাড়ির মালিককে অজ্ঞান করে দস্যুবৃত্তি📰সাতক্ষীরা জেলা শ্রমিক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান📰দেবহাটায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান📰আজ পবিত্র শবে মেরাজ📰সাতক্ষীরা-৩ আসনে কোন প্রার্থীর সম্পদশালী📰সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার যমুনা টিভির প্রতিনিধি📰সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত উদ্যোক্তাদের নিকট আমানত – ফয়েজ আহমদ তৈয়্যব📰লাবসায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল📰সাতক্ষীরা-২ আসনে কে কত সম্পদশালী, শিক্ষায় এগিয়ে কে?

শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সাতক্ষীরার মানুষ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ১১৩ সংবাদটি পড়া হয়েছে

তুহিন হোসেন:

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরার মানুষরা। করোনা মহামারির কারণে গত দুই বছর বিক্রিতে কিছুটা ভাটা থাকলেও এবার ঈদের আগেই অনেকটা জমে ওঠে কেনাকাটা। সাধ্যের মধ্যে ভাল কিছু কিনতে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তরা ছুটে আসছেন সাতক্ষীরা নিউ মার্কেটের ফুটপাত দোকানগুলোতে আর উচ্চবিত্তরা যাচ্ছেন নামি শপিংমলগুলোতে। ঈদে সুলভ মূল্যে অল্প আয়ের মানুষের কেনাকাটার ভরসাস্থল ফুটপাত। তাই ঈদের কেনাকাটায় শেষ মুহূর্তে সাতক্ষীরার ফুটপাতগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে। ঈদকে কেন্দ্র করে মার্কেটের সামনের ফুটপাতে সারি সারি দোকান ক্রেতা সাধারণের ভিড়ে মুখরিত। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিপণিবিতানে ভিড় করছেন ক্রেতারা। অভিজাত বিপণিবিতান, বিভিন্ন মার্কেট, এমনকি ফুটপাতেও চলছে জমজমাট বেচাকেনা। বৈশাখের কাঠফাটা রোদ ও গরম উপেক্ষা করেও পরিবার-পরিজনের জন্য ঈদের পোশাকসহ অন্যান্য সামগ্রী কিনতে দেখা গেছে। ক্রেতা ধরতে পোশাকের গুণকীর্তনে ব্যস্ততা বেড়েছে বিক্রয়কর্মীদেরও।
দোকানিরাও বলছেন, ঈদকে সামনে রেখে তাদের বিক্রি ভালো হচ্ছে।
অন্যদিকে নামি-দামি শপিংমলগুলোতে শেষ মুহূর্তে ঈদের কেনাকাটা কিছুটা কম।
বিক্রেতারা আজমল হোসেন বলেন দিনে তিন সময় ক্রেতার উপস্থিতি বেশি থাকে মার্কেটে। বেলা ১১টা থেকে দুপুরের আগ পর্যন্ত, বিকেলে এবং সন্ধ্যার পর সাড়ে ৭টার দিক থেকে শুরু করে মাঝরাত পর্যন্ত। তবে সন্ধ্যার পরে সবচেয়ে বেশি ভিড় হয় কেনাকাটা করার জন্য। রোজার প্রথম দিকে বেচাকেনা কম ছিল, এখন বাড়ছে। করোনার কারণে গত দুই বছর তেমন একটা বেচাকেনা ছিল না, এখন যে বিক্রি চলছে, এভাবে থাকলে ক্ষতি কিছুটা পুষিয়ে আসবে।’
দুপুরের আগে এবং সন্ধ্যার পর কাস্টমার বেশি থাকে। মানুষ ইফতার করে আস্তে ধীরে বাজার করতে আসে। আমি নিজেও দোকানের স্থায়ী কর্মী নই। এটা আমার বন্ধুর দোকান, বিক্রি বাড়ায় আমি তারে সাহায্য করতে আসছি। চাঁদরাত পর্যন্ত এমন থাকলেই চলবে। আরো বাড়লে তো সেটা খুব ভালো। সেজান পয়েন্টে কেনাকাটা করতে আসা ক্রেতা আব্দুল মোমিন বলেন, শুধু ঈদেই আত্মীয়স্বজনের সঙ্গে সুখ-দুঃখ বিনিময় হয়। পরিবারের প্রায় ১২-১৩ সদস্যের জন্য জামাকাপড় কিনতে হবে। দামটা একটু বেশি মনে হচ্ছে। তারপরও কিছু তো করার নেই, দুই বছর কাউকে তো তেমন কিছু দেওয়া হয়নি।
ফুটপাতের বিক্রেতা সোহারাফ বলেন, ফুটপাতে বেচাকেনা চলছে ভালোই। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে পাঞ্জাবি। নানা ডিজাইনের পাঞ্জাবি রয়েছে আমাদের কাছে। দামও তুলনামূলক কম, তাই কাস্টমার বেশি নিচ্ছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd