জিয়াউর রহমান: ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বর্ণিল জমকালো আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের গাভা বারদোলা ফুটবল মাঠে লক্ষ টাকার চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধনী দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ২৩ অক্টোবর ) বিকাল ৪ টায় সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের গাভা বারদোলা ফুটবল মাঠে ফিংড়ী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য জাহিদুজ্জামান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বক্তব্য রাখেন ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপদ গাইন অধ্যক্ষ গাভা আাইডিয়াল কলেজ, সন্তষ কুমার দাষ বীর মুক্তিযোদ্ধা, মুক্তি যোদ্ধা বিষায়ক সম্পাদক জেলা আওয়ামী লীগ, মোঃ শাহাজউদ্দীন সরদার প্রধান শিক্ষক গাভা অক্ষয় কুমার মিস্ত্রি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, মাওঃ মোঃ আাজাদুল ইসলাম সুপার গাভা দাখিল মাদ্রাসা, বিধান সরকার, সাবেক প্রধান শিক্ষক গাভা অক্ষয় কুমার মিস্ত্রি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মোঃ মহিদ সরদার বীর মুক্তিযোদ্ধা, সভাপতি ০৬ ওয়ার্ড বাংলাদেশ আওয়ামী লীগ, মোঃ মহিনুর সরদার, সভাপতি গাভা ক্রীয়া সংস্থা, রত্নারানী সরকার, সদস্য ফিংড়ী ০৪,০৫,০৬ নং ওয়ার্ড, শেখ হেদায়েতুল ইসলাম, অজিত সরকার সহকারী শিক্ষক সরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, সভাপতি এডিএস প্রেস ক্লাব, মোঃ জমায়েত হোসেন, সভাপতি ব্যাংদহা বাজার বনিক সমিতি, মোঃ আরিফুল ইসলাম লাল্টু, মোঃ রফিকুল ইসলাম, আলামিন খাইবার, উদ্বোধনী খেলায় কোন গোল না হওয়ায় টাইব্রেকারের মধ্যে ৫/৪ গোলে গাভা ফুটবল একাদশ কে হারিয়ে চালতেতলা ফুটবল একাদশ জয়লাভ করে, সেরা খেলার পুরস্কার পান রহমত আলী গোল কিপার, চালতেতলা খেলাটি পরিচালনা করেন মোঃ নাছির উদ্দীন, সহকারী হিসেবে ছিলেন নাজমুল হুদা, একে আজাদ, সমগ্র ম্যাচটি সঞ্চালনা করেন মোঃ মুজাহিদ ও মোঃ আশরাফ হোসেন।
Leave a Reply