ন্যাশনাল ডেস্ক: মোটরসাইকেল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নিলো সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো মোটরসাইকেল রেজিস্ট্রেশন পাবে না। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এই নির্দেশনা কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গত ১৪ জুন এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে বুধবার (৬ জুলাই) জানানো হয়। সংস্থাটির পরিচালক শীতাংশু শেখর বিশ্বাসের সই করা চিঠিতে বলা হয়, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন দেওয়ার সময় গ্রাহকের ড্রাইভিং লাইসেন্স থাকার বিষয়টি রেজিস্টারিং অথরিটি কর্তৃক নিশ্চিত করতে হবে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো মোটরসাইকেল রেজিস্ট্রেশন পাবে না।
উল্লেখ্য, এতদিন শিক্ষানবিস লাইসেন্স (লার্নার কার্ড) দিয়েই মোটরসাইকেল রেজিস্ট্রেশন করা যেত।
Leave a Reply