আশাশুনি প্রতিনিধি:আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের খলিশানী গ্রামের মামলাবাজ আছিয়া খাতুনের মিথ্যা মামলা ও ষড়যন্ত্র থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার (১লা মার্চ )বিকালে খলিশানী মৎস্য সেটে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খলিশানী গ্রামের পিয়ার আলী সরদারের পুত্র আবু হাসান সরদার। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আবু হাসান সরদার বলেন দুই বছর আগে খলিশানী মৌজার ৪৩৯ নং খতিয়ানের ৫৭১ ও ৫৭২ দাগের মধ্যে ০৩.০৪ শতক জমি একই গ্রামের অশোক বিশ্বাস গং এর নিকট হতে ক্রয় করে ধান চাষসহ শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছিলাম। কিন্তু এক বছর আগে জমির পার্শ্ববর্তী প্রতিবেশী জাফর আলীর মেয়ে মামলাবাজ আছিয়া খাতুন জমি দখলের বিভিন্ন ষড়যন্ত্র শুরু করে। সেই থেকে সে মেতে উঠেছে ষড়যন্ত্রে। জমির পূর্বের মালিক ও আমাদের নামে বিভিন্ন দপ্তরে করছে মিথ্যা মামলা। একাধিকবার আমাদের নামে সাজানো ঘটনা নিয়ে থানায় এজাহার জমা দিলেও পুলিশ তদন্ত করে ঘটনা মিথ্যা হওয়ায় মামলা নেয়নি। তারপরেও থেমে থাকেনি ষড়যন্ত্রকারী আছিয়া। এরপর ইউনিয়ন ভূমি তফসিলদারের নিকট ওই জমির উপর আছিয়া খাতুন ডিসিয়ারের আবেদন করিলে সরকারি খাস সম্পত্তি না হয় তপশিলদার ডিসিয়ারের আবেদন খারিজ করে দেয়।
তিনি তার বক্তব্যে আরোও বলেন এরপরও বিভিন্ন ষড়যন্ত্র করলেও স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক ও ইউপি সদস্য আজগর আলী গাইন আমাদের দুই পক্ষকে নিয়ে বসে আছিয়া খাতুন গরিব হওয়ায় আমাদের রেকর্ডীয় জমির উপর তার যাতায়াতের পথ রেখে শান্তিপূর্ণভাবে মীমাংসা করে দেয়। এরপরেও সে শান্ত না হয়ে বিভিন্ন ষড়যন্ত্র ও মিথ্যা অভিযোগ করে আসছে। এ মামলাবাজ আছিয়া খাতুন এর হাত থেকে মুক্তি পেয়ে জমি শান্তিপূর্ণভাবে ভোগ দখল করতে পারে সেজন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ও মিথ্যা মামলার ও ষড়যন্ত্রের নিন্দা জানান জমির পূর্বের মালিক অশোক বিশ্বাস, ক্রয়কৃত মালিক পিয়ার আলী সরদার, স্থানীয় নিমাই বিশ্বাস, গোবিন্দ মন্ডল, অসিত বিশ্বাস, ভৈরব বিশ্বাস, নুরু গাজী।
Leave a Reply